চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দারিদ্র্য দূর হলেই অপরাধ বন্ধ হবে: সত্যার্থী

শান্তিতে নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দারিদ্র্য দূর করা গেলেই শিশু শ্রম এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধগুলো বন্ধ করা সম্ভব।

শিশু শ্রম বন্ধ করে শিশু শিক্ষা বিস্তারে কাজ করে নোবেল পাওয়া কৈলাশ সত্যার্থীর আন্তর্জাতিক স্বীকৃতির পর এই প্রথম ঢাকা সফর। ৮০’র দশক থেকে শিশু শ্রম ও শিশু অধিকার নিয়ে কাজ করছেন সত্যার্থী।

শনিবার ঢাকায় দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তা সম্মেলনে তার দেয়া বক্তব্যে ঘুরে ফিরে আসে শিশু শ্রম ও বাল্যবিবাহ বন্ধের আহ্বান।

সত্যার্থী বলেন, কৃষি ও করপোরেট থেকে শুরু করে মানবাধিকার সংগঠনসহ যতো ধরনের ক্যাম্পেইনার গ্রুপ আছে ক্ষুধা ও দারিদ্র্য দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

দারিদ্র্যকেই সব সমস্যার মূল বলে মনে করেন এই নোবেল বিজয়ী। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ৪০ শতাংশ শিশু প্রাথমিক শিক্ষার আগেই ঝড়ে যায়।

সম্মেলনে আরো একবার সত্যার্থীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।