চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দশ রুপিতে শাড়ি কিনতে হুড়োহুড়ি

মাত্র ১০ রুপিতে শাড়ি? তাও আবার নতুন! অনেকেই ভেবে বসতে পারেন হয়তো শায়েস্তা খাঁর আমল আবার ফিরে এসেছে।

হ্যাঁ, অবিশ্বাস্য এই দামে শাড়ি বিক্রির ঘোষণা দিয়ে বিপাকে পড়েছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি শপিং মল।

কম দামে শাড়ি কিনতে রাজ্যের সমস্ত নারী-পুরুষ যেন হুমড়ি খেয়ে পড়ে হায়দ্রাবাদ শহরের সিএমআর নামের ওই শপিং মলে। প্রচণ্ড ভিড়ে আহতও হয়েছেন প্রচুর লোকজন। আবার অনেকেই নগদ টাকা, মোবাইল ফোন, ক্রেডিট কার্ডসহ মূল্যবান জিনিসপত্র হারিয়েছেন।

পুলিশ জানায়, সিএমআর শপিং মলে ১০ রুপির শাড়ির বিক্রির ঘোষণা দেয়ার পর, কে কার আগে শাড়ি লুফে নিতে হুড়োহুড়ি করছিলেন। দোকান খোলার আগেই এমন ঘটনা ঘটে।অনেকে আবার লাইন ভেঙে সবার আগে যাওয়ার জন্য লাইন ছত্রভঙ্গ করে।একজন নারী অভিযোগ করে বলেন, ১০ রুপির শাড়ি কিনতে এসে সোনার চেইন হারিয়েছি। সাথে ৬ হাজার রুপি এবং ডেবিট কার্ডও।

তবে চুরি যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছে তেলেঙ্গা পুলিশ।