চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

থাইল্যান্ডের মূকাভিনয় উৎসবে বাংলাদেশের তানভীর

শাদা হাতির দেশ থাইল্যান্ড এর উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের মূকাভিনয় শিল্পী। দেশটির প্রথমসারির ভিন্নধারার থিয়েটার কোম্পানি ‘রেবেল আর্ট স্পেস’-এর আয়োজনে ‘রেবেল লাইভ অ্যাকশন ইকো আর্ট’ ফেস্টিভালে অংশ নিবেন তানভীর শেখ।

আগামী ১৪ থেকে ১৯ অক্টোবর বসবে এই উৎসব। বাংলাদেশ থেকে আমন্ত্রিত নাট্য সংগঠন ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’-এর প্রতিনিধি হিসেবে এতে অংশগ্রহণ করছেন মূকাভিনয় শিল্পী ও নির্দেশক তানভীর।

ব্যাংকক আর্ট এন্ড কালচার সেন্টারে অনুষ্ঠিতব্য থাইল্যান্ডের অত্যন্ত মর্যাদাপূর্ণ এ নাট্য-উৎসবে সপ্তাহ ব্যাপী এ আয়োজনে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও অংশগ্রহণ করবে পোল্যান্ড, আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ড, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, চিলি, আয়ারল্যান্ড, মেক্সিকো ও বাংলাদেশ।

এছাড়াও ‘রেবেল লাইভ এ্যকশন ইকো আর্ট’ ফেস্টিভ্যাল এর নির্ধারিত সেমিনার ‘আর্টিস্ট টক’ এ আগামী ১৬ অক্টোবর ‘বাংলাদেশের সমকালীন নাট্যচর্চা ও মূকাভিনয়-এর সম্ভাবনা’ শীর্ষক ভিজ্যুয়াল প্রতিবেদন উপস্থাপন করবেন বাংলাদেশের এই প্রতিনিধি।

এছাড়া আগামী ১২ অক্টোবর ব্যাংককের ‘ইনডিপেনডেন্ট স্টুডিও’ তে থাইল্যান্ডের স্বনামখ্যাত নাট্যদল ‘স্পাইন পার্টি মুভমেন্ট’ এর আমন্ত্রণে ‘মাইম ফর স্টোরি টেলিং’ বিষয়ক বিশেষ নাট্য কর্মশালা পরিচালনার করবেন তানভীর।

এ প্রসঙ্গে তানভীর শেখ বলেন, বিগত ৮ বছর যাবৎ থিয়েটারে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছি। ‘বিনোদনে নান্দনিকতা’ স্লোগানে ২০১৭ খ্রিস্টাব্দের ১ নভেম্বর প্রতিষ্ঠিত আমাদের স্বপ্নের নাট্যসংগঠন ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’ এর হয়ে আমরা ইতোমধ্যেই বেশ কিছু মূকাভিনয় প্রযোজনা মঞ্চে এনেছি। দেশে বিদেশে সমানতালে নিয়মিত মঞ্চায়ন করছি। লন্ডনে’র বিশ্বখ্যাত ‘কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়’-এর নাটক বিভাগে ‘নাটক এ মূকাভিনয় এর ব্যবহার’ শীর্ষক মাস্টার ক্লাসে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করেছি।