চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তেঁতুলিয়ায় আজও সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ে টানা ৪ দিন সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গতকালের মতো আজও জেলার তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

উত্তরাঞ্চলে যখন তীব্র ঠাণ্ডায় জনজীবন ব্যাহত হচ্ছে, কক্সবাজারের টেকনাফে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস  কমতে পারে। তবে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কম রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

রোববার সকাল থেকে ঢাকায় ঘণ্টায় ৯ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ। বিকালে ৬২ শতাংশ হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।