চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তীরন্দাজদের সঙ্গী ‘তীর’

২০২০ টোকিও অলিম্পিক গেমসে তীরন্দাজরা যেন বাংলাদেশের হয়ে পদক জিততে পারেন সে লক্ষ্যে- বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সঙ্গে ‘গো ফর গোল্ড’ চুক্তি করেছে সিটি গ্রুপের জনপ্রিয় ব্রান্ড ‘তীর’।

২০২২ এশিয়ান গেমসে তীরন্দাজরা স্বর্ণ জিতলে তীরে’র সঙ্গে ৫ বছরের চুক্তির মেয়াদ বাড়ানো হবে বলে জানান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

চুক্তির আওতায় রয়েছে বিদেশী কোচের বেতন এবং আর্চারদের প্রশিক্ষণসহ পড়ালেখার সকল সুযোগ সুবিধা।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের দেয়া আন্তর্জাতিক টার্গেট পূরণ করতে পারলে প্রতি বছর ‘স্পন্সরশীপ মানি’ বাড়ানো হবে বলেও জানানো হয় অলিম্পিক ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে।