চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তিব্বতের ঐতিহ্যবাহী ‘জোখাং মঠে’ ভয়াবহ অগ্নিকাণ্ড

তিব্বতের রাজধানী লাসায় বৌদ্ধধর্মের সবচেয়ে পবিত্র স্থান জোখাং মঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন,শনিবার সন্ধ্যায় লাসা উপসানালয়ে এ আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষতির পরিমান স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।

তিব্বতের আঞ্চলিক সংবাদপত্র থেকে জানা যায়, এই উপসানালয়টি এক হাজার বছরের বেশি সময়ের পুরনো। জোখাং মঠ ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কোতে জায়গা করে নিয়েছিল।

জানা গেছে, আগুনটি দ্রুত চারপাশে ছড়িয়ে পরে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর তিব্বতের কমিউনিজম পার্টির প্রধান উ ইয়াংজী ঘটনাস্থল পরিদর্শন করেন।