চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তিন মাসের মধ্যে প্রথম ৫০ হাজারের নিচে করোনা সংক্রমণ ভারতে

টানা তিন মাস ধরে প্রতিদিন বিশ্বের সর্বোচ্চ করোনা সংক্রমণ হয়েছে ভারতে। তবে গত একদিনে প্রথমবারের মতো ৫০ হাজারের নিচে শনাক্ত রেকর্ড করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, গত ২৪ ঘণ্টায় তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ৫০ হাজারের নিচে করোনা সংক্রমিত হয়েছে ভারতে। একদিনে করোনা শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৪৯৮ জন।

এর আগে গত ২৩ জুলাই রেকর্ড ৪৫ হাজার ৭২০ জন শনাক্ত হয়েছিলো। এরপর থেকে প্রতিদিনই দৈনিক করোনা সংক্রমণের বিশ্বের সকল রেকর্ড ভেঙেছে ভারত।

গত একদিনে বিশ্বের সর্বোচ্চ সংক্রমণ ছিলো যুক্তরাষ্ট্রের-৫৭ হাজার ৩২৭ জন।

দৈনিক সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু গুনছে ভারত। একদিনে মারা গেছে ৫৯৪ জন।

ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ করোনা আক্রান্ত দেশ। যুক্তরাষ্ট্রের পরেই দেশটির অবস্থান।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব বলছে, ভারতে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭৫ লাখ ৯৫ হাজার ৭৩৬ জন। আর মোট মারা গেছে ১ লাখ ১৫ হাজার ২৩৬ জন।