চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তিউনিসিয়ার রিসোর্টে আক্রমণকারী গ্রেফতার

তিউনিসিয়ার সৌসেতে একটি বিচ রিসোর্টে শুক্রবার গুলি করে ৩৮ জনকে হত্যার ঘটনায় প্রধান হামলাকারীসহ বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ঘারসালি।

ওই হামলায় নিহতদের বেশির ভাগই বিদেশী পর্যটক। জঙ্গি সংগঠন আইএস ওই হামলার স্বীকার দায়িত্ব স্বীকার করেছে।

ঘারসালি জানান, এরই মধ্যে ১ হাজার সদস্যের একটি দল গঠন করা হয়েছে যারা দেশের বিচ রিসোর্টগুলোকে নিরাপত্তা দেবে।

তিনি আরো বলেন, ‘আমরা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। এই জঙ্গি কর্মকান্ডের পেছনের হোতা তারা।’

ঘারসালি জানান, ওই হামলার প্রধান ব্যক্তি সিফেডিন রিজগুইকেও গ্রেফতার করা হয়েছে। তাকে সহায়তাকারী অন্যদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

তবে তিউনিসিয়া এখনো আইএসের আক্রমণের ঝুঁকিতে আছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েকমাস আগে মার্চে তিউনিসিয়ার বার্দো মিউজিয়ামে গুলি করে ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এ জন্য বাড়তি সতর্কতা নিচ্ছে দেশটি।