চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তিউনিশিয়ায় ১১ নবজাতকের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

তিউনিশিয়ায় স্বাস্থ্যমন্ত্রী আবদেল-রউফ এল শেরিফ শনিবার পদত্যাগ করেছেন। দেশটির রাজধানী তিউনিসের একটি হাসপাতালে সদ্যজাত ১১ শিশুর মৃত্যু ঘটনায় তিনি পদত্যাগ করেন বলে জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭ ও ৮ মার্চের মধ্যে হাসপাতালে ১১ শিশুর ‘সেফটিক শকে’(শরীরে ক্ষতের ফলে জীবাণুর তীব্র সংক্রামক) মৃত্যু হয়েছে।

তিউনিশিয়ায় প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ বলেন, শিশু মৃত্যুর ঘটনায় সরকারি ওই মেডিকেলে তদন্ত শুরু হয়েছে।

আবদেল-রউফ এল শেরিফ মাত্র চারমাস আগেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মাথায় তাকে পদত্যাগ করতে হলো।