চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তালেবান জঙ্গিদের একত্রিত হতে নতুন নেতার আহ্বান

আফগানিস্তানে তালেবানদের একত্রিত হতে ও যুদ্ধ অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন জঙ্গি সংস্থাটির নতুন নেতা মোল্লা আখতার মানসুর। 

এক অডিও বার্তায় তিনি জানিয়েছেন, দলের পদ নিয়ে আমাদের মধ্যে ভেদাভেদ হলে, শত্রু পক্ষই খুশী হবে। আফগানিস্তানে তালেবান শাসন কায়েম না হওয়া পর্যন্ত কর্মীদের যুদ্ধ চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

৩০ মিনিটের অডিও বার্তায় প্রায়ই এক শিশুর কান্না ভেসে আসছিল। তালেবান মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদের পাঠানো অডিওটি বার্তাটি শনিবার মিডিয়ায় প্রকাশ পায়।

তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর পর গত বৃহস্পতিবারে তালেবানের নতুন নেতা হিসেবে মোল্লা আখতার মানসুরকে নির্বাচন করে জঙ্গি গোষ্ঠী। যদিও তাদের শরিয়া আইন না মেনেই মোল্লা আখতার মানসুরকে নেতা বানানোর  অভিযোগ করেছেন তালেবানের এক মুখপাত্র।