চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তালেবানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করলেন ট্রাম্প

আফগানিস্তানে যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে তালেবানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং কয়েকজন সিনিয়র তালেবান নেতার সঙ্গে বৈঠক করার কথা ছিল ট্রাম্পের। এ নিয়ে তিনি টুইটও করেছিলেন।

কিন্তু তালেবান সম্প্রতি কাবুলে চালানো একটি হামলার দায় স্বীকার করার পর ক্যাম্প ডেভিড অবকাশ কেন্দ্রে থাকা অবস্থায়ই বৈঠকটি বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। ওই হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছিলেন।

বৈঠক বাতিল করে প্রেসিডেন্ট আরও জানান, তালেবানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হবে না।

১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান নেতারা।

কাতারের রাজধানী দোহায় মার্কিন ও তালেবান প্রতিনিধিদের মধ্যে টানা নয় দফা আলোচনার পর গত সোমবার একটি চুক্তি সইয়ের ঘোষণা দেন মার্কিন প্রতিনিধি দলের প্রধান জালমে খলিলজাদ।

প্রস্তাবিত ওই চুক্তি অনুসারে, পরবর্তী ২০ সপ্তাহের মধ্যে আফগানিস্তানে থাকা প্রায় ১৪ হাজার মার্কিন সেনার মধ্যে ৫ হাজার ৪০০ জনকে ফিরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। অবশ্য চুক্তির চূড়ান্ত অনুমোদন ট্রাম্পের জন্য অপেক্ষমাণ ছিল।