চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তামিম-সাকিবের ‘পঞ্চাশের পঞ্চাশ’ ছোঁয়ার লড়াই

ক্যারিয়ারের শুরু থেকেই তাদের মধ্যে জমে ওঠা লড়াই সময়ের সঙ্গে হয়েছে প্রবল। ২২ গজে সর্বদা রান করতে মরিয়া তামিম ইকবাল ও সাকিব আল হাসান। যুগ পেরিয়ে তারা ওয়ানডেতে পঞ্চাশের পঞ্চাশ ছোঁয়ার দুয়ারে। কে আগে নাম লেখাবেন এই কীর্তিতে জানতে অপেক্ষা করতে হবে আর কিছুদিন।

কে আগে করবেন ফিফটির ফিফটি, তামিম নাকি সাকিব- এ প্রশ্নের উত্তর দেয়া খুব কঠিন। কেউই যে কাউকে ছেড়ে দেয়ার পাত্র নন। ম্যাচ খেলায় দুই ক্রিকেটারের মাঝে ব্যবধান এক, ম্যাচের ফিফটি করার বেলায়ও তাই।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

২১০ ম্যাচে তামিম করেছেন ৪৯ ফিফটি। সাকিবের ২০৯ ম্যাচে ৪৮টি। দুজনই চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পেয়েছেন ফিফটির দেখা।

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে পঞ্চাশের পঞ্চাশ ছোঁয়ার সম্ভাবনায় এগিয়ে তামিমই। উইন্ডিজ সিরিজের পর বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজ মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে।

সাকিব আসন্ন সফরে বাংলাদেশ দলের অংশ নাও হতে পারেন। তাহলে তামিম কিউইদের বিপক্ষে তিন ম্যাচে একটি ফিফটি করলেই নাম লেখাবেন অসাধারণ কীর্তিতে।

সিরিজের সময় তৃতীয় সন্তান আগমনের কথা সাকিবের। সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতে বিশ্বসেরা অলরাউন্ডার ছুটি নেবেন, বিসিবি সূত্রে এমনই জানা গেছে। তাহলে নিউজিল্যান্ড সফরেই হয়ত তামিমের হাত ধরে বাংলাদেশ পাবে পঞ্চাশ ফিফটির মালিককে।

টাইগার অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন একবছর। যে কারণে খেলতে পারেননি ছয় ওয়ানডে। সাকিবের না খেলার মেয়াদে অবশ্য তামিম কোনো ফিফটি পাননি। নিউজিল্যান্ড সফরে সুযোগ হয়ত হাতছাড়া করবেন না টাইগার ওপেনার!