চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তামিমের কাছে সেঞ্চুরির আশা টি-টুয়েন্টি অধিনায়কের

ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। সামনে এবার টি-টুয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ছোট সংস্করণেও বাঁহাতি ওপেনারের কাছে একটি শতক আশা করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

পাকিস্তান সফরে টি-টুয়েন্টি সিরিজে খুবই ধীরগতিতে রান তুলেছেন তামিম। তার স্ট্রাইকরেট মেটাতে পারছিল না প্রত্যাশার দাবি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও রান তোলার গতি ছিল খুবই মন্থর। তামিমকে নিয়ে সমালোচনা তাতে আরও বাড়ে। ব্যাটিংয়ের ধরন নিয়ে ওঠে প্রশ্ন।

সিলেটে শেষ দুটি ম্যাচে তামিম দিয়েছেন সবকিছুর জবাব। স্ট্রাইকরেট ছাড়িয়েছে একশ। করেছেন টানা দুই সেঞ্চুরি। ফিরে পেয়েছেন ব্যাটিং ফর্ম। সেই ধারাবাহিকতায় তামিমের কাছে টি-টুয়েন্টিতেও সেঞ্চুরি আশা করছেন মাহমুদউল্লাহ।

অধিনায়কের বিশ্বাস, তামিম নিজের মতো করে খেললেই দুম্যাচের সিরিজে পেতে পারেন একটি সেঞ্চুরি। সিরিজের প্রথম টি-টুয়েন্টি সোমবার সন্ধ্যায়। রোববার দুপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক জানান এমন প্রত্যাশার কথা।

‘তামিমের ব্যাপারটা, হয়ত ওর স্ট্রাইকরেট নিয়ে কথা বলা হয়েছে। ও যদি ওর মতো ব্যাটিং করতে পারে, আমার মনে হয় এই সিরিজে একটা সেঞ্চুরি করতে পারবে। আমি এই ইস্যু (স্ট্রাইকরেট) নিয়ে খুব একটা চিন্তিত না।’

‘কারণ তামিম খু্‌বই ভালো ছন্দে ব্যাটিং করছে। টি-টুয়েন্টি সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক। তাকে বিশেষ কিছু বলাও হয়নি ও কীভাবে ব্যাটিং করবে। পিচ মূল্যায়ন করে ও যেভাবে ব্যাটিং করবে, দ্যাট উইল বি গুড এনাফ।’

টি-টুয়েন্টি সংস্করণে বাংলাদেশের প্রথম ও একমাত্র সেঞ্চুরিয়ান তামিমই। বাঁহাতি ওপেনার ভারতের ধর্মশালায় ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে খেলেছিলেন ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস। তিন সংস্করণ মিলে তার সেঞ্চুরি সংখ্যা ২৩।