চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তামিমের অনুজ্জ্বল দিনে সাকিবের ব্যাটে রান

প্রথম ম্যাচে অপরাজিত ৬২ রানের মারকুটে এক ইনিংস দিয়ে শুরু করেছিলেন। এরপর ৪, ১৬ ও ৫ রানের ইনিংসগুলো বলে দিচ্ছে ঘুমিয়ে আছে তামিম ইকবালের ব্যাট। তবে জাতীয় দল সতীর্থের অনুজ্জ্বল দিনে সাকিব আল হাসানের ব্যাটে ছিল রান। প্রথম দুই ম্যাচে ৫ ও ১৮ রানের ইনিংস খেলা টাইগার অলরাউন্ডার শুক্রবার ৩০-এর কোটা ছুঁয়েছেন।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের বিপক্ষে নেমেছে সাকিব-তামিমের পেশোয়ার জালমি। তাতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ গড়েছে পেশোয়ার। ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৩০ রান করেছেন সাকিব। ২ চার ও ১ ছয়ে ২৪ বলের ইনিংসটি সাজিয়েছেন। তামিম ফিরেছেন ১ চারে ৩ বলে ৫ রানে।

এদিন কামরান আকমলের ৪০ বলে ৫৮ রানে চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত্তি পায় পেশোয়ার। শেষদিকে ১টি করে চার-ছয়ে ৮ বলে ১৭ রানে অপরাজিত থাকেন ড্যারেন স্যামি।

তামিম হয়তো দুর্দান্ত কোনো ফিল্ডিং করে ম্যাচের দ্বিতীয় ধাপে অবদান রাখবেন। তবে সাকিবের সামনে থাকছে বোলিংয়েও জ্বলে ওঠার সুযোগ।