চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তাঁর পরাণের গহীন থেকে

জলেশ্বরীরর বরপুত্র সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সর্বশেষ মৌলিক কাব্যগ্রন্থ ‘উৎকট তন্দ্রার নিচে’ এবং শেষ উপন্যাস ‘নদী কারো নয়’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার বিকাল ৫টায়। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাই। 

অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রকাশনা উৎসবে গ্রন্থ বিষয়ে আলোচনা করেন গবেষক-প্রাবন্ধিক মফিদুল হক, প্রাবন্ধিক-অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরী ও কবি সাজ্জাদ শরিফ। কবিতা পাঠ করেন কবি তারিক সুজাত, ‘নদী কারো নয়’ উপন্যাস থেকে অংশবিশেষ পড়ে শোনান কবি পিয়াস মজিদ। ‘ক্যামেরার কবি’ নাসির আলী মামুন সৈয়দ হকের স্মৃতিচারণ করেন। উপস্থিত ছিলেন সৈয়দ হকের স্ত্রী খ্যাতিমান কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বন্ধু সৈয়দ হকের স্মৃতিচারণ করে বলেন, কবিতাই তাঁর জীবনের ও মরণের সঙ্গী ছিলো। না হলে, মৃত্যুশয্যায় বসে কেউ কবিতা লেখেন! তাঁর ইতিহাস চেতনা প্রকট। আর তা পাওয়া যায় সৈয়দ হকের প্রতিটি রচনাতেই।

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, হক ভাই ছিলেন স্মার্ট এক ব্যক্তি, যার অসম্ভব মনের জোর। হক ভাইয়ের কথা মনে হলে আমার মৃত্যু ভয় থাকে না। 

মন্ত্রী আসাদুজ্জামান নূর জানান, সৈয়দ হকের স্মৃতি রক্ষায় জলেশ্বরীর কুড়িগ্রামে নির্মাণ হবে সৈয়দ হক স্মৃতি কমপ্লেক্স।

সভাপতির বক্তব্যে কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাই বলেন, মেলাভিত্তিক বই প্রকাশের ধারা থেকে বাইরে এসে সারা বছর বই প্রকাশের এ ধারাকে ধরে রাখতে হবে। 

আনোয়ারা সৈয়দ হক বলেন, সৈয়দ শামসুল হকের প্রতিটি রচনাই সৈয়দ হকের সমৃদ্ধ চিন্তার ফসল। তাই তাঁর অনুপস্থিতিতে বই দুটি প্রকাশ করার কাজ সহজ হয়ে ওঠেনি।

এছাড়াও দর্শক সারিতে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, লেখক আনিসুল হকসহ আরও অনেক কবি-লেখক।