চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তরুণ নির্মাতাদের ৬০ হাজার ডলার দিবেন দেল তোরো

‘দ্য শেপ অব ওয়াটার’ চলচ্চিত্রের জন্য অস্কারজয়ী পরিচালক গিয়েরমো দেল তোরো এবার তরুণ মেক্সিকান চলচ্চিত্র নির্মাতাদের জন্য বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি মেক্সিকোতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবে হাজারো ভক্ত-অনুরাগীদের ক্লাস নিয়েছেন দেল তোরো।

ক্লাস শেষে উৎসবের আয়োজকরা দেল তোরোর বৃত্তি প্রদানের উদ্যোগের ঘোষণা দেন। প্রতি বছর একজন তরুণ নির্মাতা এই বৃত্তি পাবেন যার অর্থমূল্য হবে ৬০ হাজার মার্কিন ডলার। আর এই অর্থ তাঁকে দেয়া হবে উন্নত কোন বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে উচ্চতর শিক্ষা লাভের জন্য।

‘একজনের জীবন পরিবর্তনের মাধ্যমে ইতিহাস বদলে একটা পুরো প্রজন্ম বদলে দেয়া যায়’- এমনটাই মন্তব্য গিয়েরমো দেল তোরোর।

১৩ মনোনয়নের মধ্যে চারটি অস্কার পাওয়া ‘দ্য শেপ অব ওয়াটার’ এর পরিচালক গিয়েরমো আগামী বছর মেক্সিকোতে একটি প্রদর্শনীর আয়োজন করবেন। সেখানে তাঁর ৫০০ চিত্রকর্ম এবং অন্যান্য কাজের প্রদর্শনী হবে।