চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংসদ নির্বাচনের পর সিটি নির্বাচনেও নিরপেক্ষ দায়িত্ব পালনে সিইসি’র নির্দেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা সিটি নির্বাচনেও কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। জনগণ যাতে নির্বাচন নিয়ে বির্তক এবং বিরূপ মন্তব্য করতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সর্তক থাকতে বলেছে নির্বাচন কমিশন।

নির্বাচন এলেই সংশ্লিষ্টদের নিয়ে নানা প্রশিক্ষণ আয়োজন করে নির্বাচন কমিশন। আসন্ন ঢাকা সিটির নির্বাচন এবং উপজেলা নির্বাচনকে ঘিরে এ ধরনের প্রশিক্ষণ চলছে। ঢাকা উত্তর সিটি নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।

নির্বাচনে আইনের সুষ্ঠু প্রয়োগের জন্য কর্মকর্তাদের সৎ থাকার উপদেশ দেন অন্য নির্বাচন কমিশনাররা।

৯০ কোটি টাকা বাজেটের ৫ দফা উপজেলা নির্বাচনকে ঘিরে বুধবার আবারো আবারো উপজেলা আইন নিয়ে প্রশিক্ষণ শুরু হবে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: