চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হ‌য়ে‌ছে। এ‌তে ১৯.৪৫ শতাংশ শিক্ষার্থী পাস ক‌রে‌ছে।

সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

প্রকা‌শিত ফলাফ‌লে দেখা যায় ২৬৯ জন ভ‌র্তিচ্ছু অঙ্কন পরীক্ষায় পাস ক‌রে‌ছে। ‘চ’ ইউ‌নি‌টে আসন র‌য়ে‌ছে ১৩৫টি। অঙ্কন পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৩৮৩ জন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সোমবার ‘চ’ ইউনিটের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে ১৫৬৬ জনকে পরবর্তী অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষার জন্য মনোনীত করা হয়।

পরে ২২ সেপ্টেম্বর শনিবার এই ১৫৬৬ জনের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।