চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপ-নির্বাচনে ব্যবসায়ী আতিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

শনিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।২০১৫ সালের ৬ মে মেয়র হিসেবে শপথ নেওয়ার ৭৮০ দিনের মাথায় অসুস্থ অবস্থায় লন্ডনে মারা যান তিনি।

তার মৃত্যুর পর গত বছরের ২৬ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে ভোটের তারিখ ধরে ঘোষণা করা হয় তফসিল। তবে সিটি করপোরেশনে যুক্ত হওয়া ভাটারা এবং বেরাইদ ইউনিয়নের দুই চেয়ারম্যানের রিট আবেদনে ঝুলে যায় ভোট।

সেই নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন তিনি। সম্প্রতি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন হাইকোর্ট।

এরপর গত মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিন পৌর সভায় মনোনয়ন পেলেন যারা
মনোনয়ন বোর্ডের সভায়, পটুয়াখালী পৌরসভায় মেয়র পদে কাজী আলামিন, খুলনার কালীগঞ্জ পৌরসভায় আশরাফুল আলম ও বরগুনার আমতলীতে পৌরসভায় মতিয়ার রহমানকে মনোনয়ন দেয়া হয়।

এছাড়াও ২৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেয় আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড।