চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকায় রকারোলা: সংগীত মঞ্চ মাতাবেন তারা

আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোকে একজোট করার উদ্যোগে ৮ নভেম্বর হবে এই কনসার্ট…

দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড সংস্কৃতি ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে নভেম্বরের শুরুতেই রকারোলা নামে একটি কনসার্টের আয়োজন করেছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।

যে কনসার্টের মাধ্যমে সংগীত মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল, আর্বোভাইরাস, পাওয়ারসার্জসহ ৮টি ব্যান্ড। কনসার্টে বাকি ব্যান্ডগুলোর মধ্যে মেকানিক্স, ট্রেইনরেক, ডট অন্যতম।

এ প্রসঙ্গে আর্টসেল ব্যান্ডের লিড ভোকাল লিংকন ডি কস্তা বলেন, আমাদের দেশে ব্যান্ড সংগীতের সংস্কৃতি অনেক পুরনো। তরুণ শিল্পীদের অনুপ্রেরণা যোগানোর জন্যই গান করি আমরা। অনেকদিন পর রাজধানীতে এতগুলো ব্যান্ডকে নিয়ে কনসার্ট আয়োজন আমাদের সাহস দেয়। আশা করছি রকারোলায় শ্রোতাদের খুব ভালো সময় উপহার দিতে পারবো আমরা।

আয়োজকরা জানিয়েছেন: ৮ নভেম্বর রাজধানীর কাওরান বাজারের টিসিবি অডিটোরিয়ামে হবে এই কনসার্ট। যার টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।