চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকায় বিএনপি’র মেয়র প্রার্থী: উত্তরে তাবিথ, দক্ষিণে ইশরাক

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে তাবিথ আউয়ালকে উত্তর এবং ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের অংশ হিসাবে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী নির্বাচনে শনিবার বিকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠকে বসেন পার্লামেন্টরি বোর্ডের সদস্যরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য তাবিথ আউয়াল এবং বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন আর দক্ষিণে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বিএনপি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, আগামী দিনের নেতা তৈরিতে সিটি নির্বাচনে তরুন নেতৃত্বকে বেছে নিয়েছেন তারা।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকার পরও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।

নির্বাচিত হলে আধুনিক ঢাকা উপহার দেয়ার কথা বলেছেন বিএনপি’র দুই মেয়র প্রার্থী।

বিএনপি’র নয়াপল্টন অফিস এবং বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে রোববার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে আগ্রহী কমিশনার প্রার্থীদের স্বাক্ষাৎকার গ্রহণ করা হবে।