চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঢাকার মতো চট্টগ্রামেও পারফর্ম করতে চাই: নাফিস

বিপিএলে এবারের আসরে ঢাকা পর্বের মতো চট্টগ্রামেও বরিশাল বুলস ধারাবাহিক পারফরম্যান্স করতে চায় বলে জানিয়েছেন দলটির অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাফিস বলেন, ‘আমরা চেষ্টা করবো গত তিনটা ম্যাচে যেভাবে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছি, চিটাগংয়ের প্রথম ম্যাচ আমরা ওভাবে শুরু করতে চাই। কারণ প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমাদের চাওয়া চিটাগংয়ে ভালো শুরু করা। চিটাগংয়ে পরে আরো দুটি ম্যাচ আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। এবং প্রতিটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে চাই।’

“আমাদের দলে যে এগারো জন খেলেন তাদের প্রত্যেকরই লক্ষ্য থাকে ভালো পারফরম্যান্স করা। আমরা চেষ্টা করবো সবাই ভালো পারফরম্যান্স করার।”

রংপুর এখন পর্যন্ত স্পিনারদের দিয়েই জিতেছে। ওদের স্পিনারদের নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে শাহরিয়ার নাফিস বলেন, ‘রংপুর খুবই শক্তিশালী দল এবং তারা খুব ভালো ফর্মে আছে। তাদের বোলাররাও খুব ভালো বোলিং করছে। পাশাপাশি আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে এবং বোলাররা ভালো ফর্মে আছে। আশা করি খুব ভালো একটা ম্যাচ হবে। আর টি-টোয়েন্টিতে নির্দিষ্ট দিনে যে ভালো পারফর্ম করবে সেই জিতবে। আমরা আত্মবিশ্বাসী আছি। আমসরা চেষ্টা করবো মাঠে সেরাটা দেয়ার।’

বরিশাল বুলস দারুণ ছন্দে রয়েছে, সঙ্গে দলের অধিনায়ক মুশফিক এবং আপনার ফর্ম ফিরে পাওয়া দলের জন্য কতোটা স্বস্তি? এমন প্রশ্নের জবাবে নাফিস বলেন: মুশফিক একজন অসাধারণ ক্রিকেটার। বাংলাদেশ দলের জন্য অনেকদিন ধরে ভালো পারফর্ম করছে। দুই একটা ম্যাচে খারাপ করলে ফর্ম আসা বা যাওয়া নিয়ে প্রশ্ন করাটা আমি মনে করি খুব একটা ভালো ব্যাপার না। ও খুবই ভালো খেলছে এবং আশাকরি পুরো টুর্নামেন্টে ও খুবই ভালো খেলবে। আর আমি চেষ্টা করছি দলের জন্য ভালো পারফরম্যান্স করার। আমার লক্ষ্য থাকবে হার্ড ওয়ার্কটা চালু রাখার এবং দলের জন্য ভালো পারফর্ম করা।

এবারের বিপিএলে শুরু থেকেই ব্যাটে রান আসছে এ ফর্ম দিয়েই কি জাতীয় দলে ‍সুযোগ করে নেয়া যাবে জানতে চাইলে বরিশাল বুলসের এ ব্যাটসম্যান বলেন, ‘আমি এখন বিপিএল খেলছি। বিপিএল নিয়েই চিন্তা করছি। বিপিএল নিয়ে পরিকল্পনা করছি। সামনে জাতীয় দলের ব্যাপারটা নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজম্যান্টের ওপর। ওটা আমার হাতে না। যেহেতু বিপিএলে খেলার সুযোগ পেয়েছি এখানে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবো। এবং এটা নিয়ে মনোযোগী থাকার চেষ্টা করবো।’

ইংল্যান্ডের বিপক্ষে স্পিনিং উইকেটে খেলেছে বাংলাদেশ। বরিশাল বুলস কেমন উইকেট প্রত্যাশা করছে এর জবাবে শাহরিয়ার নাফিস বলেন, চট্টগ্রামের উইকেট ভিন্ন ছিলো কারণ আমরা ভিন্নভাবে করতে চেয়েছিলাম। আমাদের পরিকল্পনা ছিলো ইংল্যান্ডের বিপক্ষে এবং আমরা সফল হয়েছি। আমরা অনুশীলন এবং ভেতরের যে উইকেট দেখলাম আশা করছি এখানে অনেক রান হবে। এবং ব্যাটসম্যানরা সুবিধা পাবে। আমরা আশা করছি চট্টগ্রামে সব দলই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা বিভাগেই অনেক ভালো খেলবে।