চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ডিবি অফিসের সামনে মাহমুদুর রহমানের মা, সাক্ষাতে ব্যর্থ

পুলিশের আপত্তির কারণে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাথে শুক্রবার বিকেলে দেখা করতে পারলেন না তার মা অধ্যাপক মাহমুদা বেগম। এরপরেই রাজধানীর মিন্টোরোডে ডিবি অফিসের সামনে সাংবাদিকদের কাছে পুত্রের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

কাশিমপুর কারাগার থেকে আমার দেশ সম্পাদককে শুক্রবার সকাল ১১টার দিকে ডিবির হেফাজতে  এবং বেলা দুইটার দিকে মিন্টো রোডে ডিবি অফিসে নিয়ে আসা হয়। বিকাল ৫ টার দিকে মাহমুদুর রহমানের মা ও আইনজীবীরা সাক্ষাতের চেষ্টা করেন।

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলাটির সাথে মাহমুদুর রহমানের দূরতম কোন সম্পর্ক নেই দাবি করে অন্যায় ভাবে তাকে জড়ানোর অভিযোগ করেন মাহমুদা বেগম।

আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আদালতের যে আদেশ, তা এ ক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেন মাহমুদুর রহমানের আইনজীবী মাসুদ আহমদ তালুকদার।    

প্রধানমন্ত্রীর পুত্র এবং তথ্য যোগযোগ ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গত ২৫ এপ্রিল মাহমুদুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে সিএমএম আদালত।