চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ডিপিএল নিয়ে আগামী সপ্তাহে সিসিডিএমের সভা

করোনা বিরতি ভেঙে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে গড়িয়েছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। সাত মাস পর জাতীয় দলের ক্রিকেটাররা ফিরেছেন ব্যাট-বলের লড়াইয়ে।

নভেম্বরে একটি টি-টুয়েন্টি টুর্নামেন্টও আয়োজনের ভাবনা আছে বিসিবির। পাশাপাশি ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর দিকে অগ্রসর হচ্ছে বোর্ড।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সবুজ সংকেত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ভাগ্যাকাশে নতুন সূর্যের উদয় ঘটিয়েছে। মার্চে এক রাউন্ড হওয়ার পর করোনার প্রাদুর্ভাবে স্থগিত হয়ে যাওয়া লিগ ফেরানো ‘সম্ভব’ বলে জানিয়েছেন তিনি।

বিসিবির নির্দেশনা পেয়ে লিগের আয়োজক, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সভা ডেকেছে। আগামী শনি অথবা রোববার বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সভায় এনিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন।

সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জানালেন, ‘আগামী সপ্তাহে মিটিং হবে লিগ নিয়ে। শনিবার বা রোববার সেটি হতে পারে। আমাদের চেয়ারম্যান উপস্থিত থাকবেন সভায়।’

মার্চের মাঝামাঝি মাঠে গড়ায় দেশের ঘরোয়া ক্রিকেটের একমাত্র লিস্ট ‘এ’ আসরটি। ১৬ ও ১৭ মার্চ প্রথম রাউন্ড মাঠে গড়ানোর পর দেশে করোনা সংক্রমণ বাড়লে অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করে বিসিবি।