চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডিজিটাল নিরাপত্তা আইনের নিবর্তনমূলক ধারা বাতিলের দাবি

ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি বাস্তব হুমকি উল্লেখ করে এ আইনের নিবর্তনমূলক ধারাগুলো অনতিবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিলসহ সম্পাদক পরিষদ কর্তৃক প্রদত্ত ৭ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে জয়নুল আবেদীন বলেন, এ আইন পূর্বের ৫৭ ধারার চেয়ে উদ্বেগজনক। এ আইন নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্ট হয়েছে। এই আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি বাস্তব হুমকি বলেই আমরা মনে করি।

জয়নুল আবেদীন আরো বলেন, বিভিন্ন মহলের ব্যাপক আপত্তি ও মতামত উপেক্ষা করে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

আইনজীবী সমিতি ভবনের শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা ৩০ দিনের মধ্যে সংশোধন বা বাতিল চেয়ে সরকার বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।