চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডিআরইউ’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল শুক্রবার। রাজধানী ঢাকায় গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালে ডিআরইউ’র জন্ম।

সংবাদপত্র, সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রিপোর্টারদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন ডিআরইউ।

আনন্দঘন পরিবেশে দিবসটি পালনের জন্য ডিআরইউ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।কর্মসূচির মধ্যে রয়েছে- ডিআরইউ প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা।

২২ বছরের পথপরিক্রমায় ডিআরইউ এখন জাতীয় পর্যায়ে একটি মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সকল মহলে ডিআরইউর সুনাম সুবিদিত। মত-পথের পার্থক্য ঘুচিয়ে গণতান্ত্রিক চেতনা ধারণ করে সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় প্রসারিত ডিআরইউর কর্মকান্ড।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করে তা সফল করতে সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।