চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঠাকুরগাঁওয়ে গমের আবাদ কমছে

ঠাকুরগাঁওয়ে দিনে দিনে কমছে গম চাষ। লোকসান হওয়ায় ভুট্টাসহ অন্যান্য ফসল আবাদে ঝুঁকছেন কৃষক।

এ অবস্থায় গম চাষে কৃষককে আগ্রহী করে তুলতে ন্যায্যদাম নিশ্চিত করার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

২০১৬ সালে ঠাকুরগাঁওয়ে গম চাষ হয়েছে ৬৮ হাজার চারশ’ হেক্টর জমিতে। গত দু’বছরে প্রায় আট হাজার হেক্টর জমিতে কমেছে গমের আবাদ।

কৃষক জানান, সরকার প্রতি কেজি গমের দাম ২৮ টাকা ঘোষণা করলেও সংগ্রহ অভিযানে তারা গম দেয়ার সুযোগ পান না। বাজারে ১৮ থেকে ২০ টাকা দরে গম বিক্রি করতে হচ্ছে তাদের।

প্রতি বছর লোকসান বেড়ে যাওয়ায় গম আবাদে আগ্রহী নয় এ অঞ্চলের কৃষক।

কৃষককে গমের ন্যায্য দাম দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। জেলায় এ বছর ৬০ হাজার হেক্টর জমিতে গম চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

ঠাকুরগাঁও থেকে এ টি এম শামসুজ্জোহার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত: