চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ট্রাম্পের মুসলিমবিদ্বেষী ভিডিও: ব্রিটেনের প্রতিবাদের পাল্টা জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের চরম ডানপন্থি একটি দলের তিনটি উস্কানিমূলক মুসলিম বিদ্বেষী ভিডিও নতুন করে টুইট করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র মুখপাত্রসহ বিভিন্ন মহল এর তীব্র সমালোচনা জানিয়েছে।

এর জবাবে ট্রাম্প বলেছেন, ভিডিও শেয়ার করার বিষয়টিকে নিয়ে সমালোচনা না করে টেরেসার উচিত যুক্তরাজ্যে চলমান ‘সন্ত্রাস’-এর ওপর বেশি গুরুত্ব দেয়া।

টুইটবার্তায়ই ট্রাম্প টেরেসাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার ওপর ফোকাস করবেন না। যুক্তরাজ্যে যে বিধ্বংসী মৌলবাদী ইসলামিক সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে সেদিকে নজর দিন।’

ব্রিটেন ফার্স্ট নামে দলটির উপনেতা জেইডা ফ্রানসেনের প্রথম টুইটে এক ভিডিওতে দাবি করা হয়, একজন মুসলিম অভিবাসী ক্রাচ নিয়ে চলা এক প্রতিবন্ধীর ওপর হামলা করেছে।

এরপর তিনি আরও দুই ব্যক্তির একই ধরণের দু’টো ভিডিও পোস্ট করে দাবি করেন তারাও মুসলিম। এর একটিতে দেখানো হয় মুসলিমরা খ্রিস্ট ধর্মের একটি মূর্তি ভাঙছে আর অন্যটিতে তারা এক ছেলেকে হত্যা করছে।

এই তিনটি ভিডিও ডোনাল্ড ট্রাম্প তার নিজের অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। টেরেসা মে’ই প্রথম রাষ্ট্রনায়ক যিনি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথম হোয়াইট হাউজ সফরে গিয়েছিলেন।

তাই এমন ভিডিও শেয়ারের পর টেরেসার মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্ট কাজটি করে খুব ভুল করেছেন।’ এর জবাবেই টেরেসাকে নিজ দেশে সন্ত্রাসবাদের দিকে লক্ষ্য দিতে বলেন ট্রাম্প।

ব্রিটিশ ফার্স্ট দলটি গঠিত হয়েছিল ২০১১ সালে। উগ্র ডানপন্থি ব্রিটিশ ন্যাশনাল পার্টির (বিএনপি) সাবেক সদস্যরা এই দলটি গঠন করে। ‘যুক্তরাজ্যের ইসলামিকরণ হচ্ছে’ – এমনটা উল্লেখ করে দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত বিভিন্ন পোস্ট দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।

ইউরোপের নির্বাচন ও উপ-নির্বাচনে দলটি অতীতে প্রার্থী দিয়েছে এবং প্রচারণা চালিয়েছে অভিবাসন বিরোধী এবং গর্ভপাত বিরোধী নীতিমালার পক্ষে। কিন্তু এখনও পর্যন্ত দলটির প্রার্থীরা কোনো আসনে জয়ী হতে পারেনি। সাম্প্রতিক মেয়র নির্বাচনেও দলটি প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং ১.২% ভোট পেয়েছে।

মূল ভিডিওটি প্রথমে শেয়ার করেন আমেরিকার রক্ষণশীল একজন ভাষ্যকার অ্যান কুলটার যাকে ট্রাম্প টুইটারে ফলো করেন। ট্রাম্প এই টুইট শেয়ার করার পর ফ্রানসেন খুব উৎসাহের সঙ্গে তার উত্তর দেন। ‘ট্রাম্প ঈশ্বর আপনার মঙ্গল করুন! ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন!’ লেখেন তিনি।ট্রাম্প-টেরেসা-ভিডিও

চলতি মাসের শুরুর দিকে বেলফাস্টে দেয়া এক ভাষণে হুমকি দেয়া, এবং অপমানকর ভাষা ব্যবহার এবং আচরণের জন্য ফ্রানসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ১৪ই ডিসেম্বর বেলফাস্ট ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির হতে বলা হয়েছে।

অথচ এই ফ্রানসেনেরই উস্কানিমূলক ভিডিওগুলো ট্রাম্প আবার নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সংসদ সদস্য জো কক্সকে চরম ডানপন্থি এক ব্যক্তি হত্যার আগ মুহূর্তে ‘ব্রিটেন ফার্স্ট’ বলে ধ্বনি দিয়েছিল। তাই জো কক্সের স্বামী ব্র্যানডন কক্স ট্রাম্পের এই কাজের নিন্দা জানিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘বন্ধু’ বলা টিভি উপস্থাপক ও সাংবাদিক পিয়ের্স মরগ্যানও এক টুইটবার্তায় বলেন, ‘আপনি এটা কী কাণ্ড করছেন? আপনার এই পাগলামি বন্ধ করুন এবং নতুন টুইটগুলো সরিয়ে ফেলুন।’

ব্রিটেনের মুসলিম কাউন্সিলও ব্রিটিশ সরকারকে এসব মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে।