চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ট্রাম্পের নির্দেশে ইউক্রেনকে চাপ দেয়ার কথা স্বীকার করলেন মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনকে চাপ দেয়ার কথা স্বীকার করেছেন ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও সবকিছু জানতেন।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিসংশন তদন্তের প্রকাশ্য শুনানির অংশ হিসেবে সাক্ষ্য দিতে গিয়ে সন্ডল্যান্ড এসব কথা স্বীকার করেন।

সন্ডল্যান্ড আরও জানান, প্রেসিডেন্ট চেয়েছিলেন তার ব্যক্তিগত আইনজীবী ও সাবেক নিউইয়র্ক মেয়র রুডি গিলানি ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের নের্তৃত্বে থাকেন। ট্রাম্পের নির্দেশেই ইউক্রেন ইস্যুতে রুডি গিলানির সঙ্গে কাজ করেছেন সন্ডল্যান্ড।

ইউক্রেনের তখনকার পরিস্থিতি জন্য দুঃখ প্রকাশ করেন সন্ডল্যান্ড।