চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ

বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে কুতুবদিয়ার ঘাটের কাছাকাছি এলাকায় একটি  ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১২ জেলে দগ্ধ হয়েছে। জ্বলন্ত ট্রলার থেকে ৯ জেলেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার বলেন, শনিবার রাত সাড়ে দশটার দিকে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে একটি ট্রলার কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ঘাটের কাছাকাছি আসলে ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেখানে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ট্রলার থাকা জেলেরা দিগ্বিদিক ছুটাছুটি করে পানিতে ঝাঁপ দিলেও ট্রলারে আগুন জ্বলছিল। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা এবং জেলেদের উদ্ধার করছে।

এখন পর্যন্ত দগ্ধ ১২ জেলেকে উদ্ধার করার কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।