চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টোঙ্গায় প্রথম করোনা শনাক্ত

গত দেড় বছরের বেশি সময় ধরে করোনা মহামারী সারাবিশ্বে তাণ্ডব চালালেও একটি দেশ মুক্ত ছিল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাঝামাঝি প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র টোঙ্গা।

বিবিসি বলছে, মাত্র ১ লাখ মানুষের দেশটিতে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে শুক্রবার। দেশটির সরকার এমনটাই ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে আগামী সপ্তাহে টোঙ্গার রাজধানীতে লকডাউন ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী পোহিভা তুউই ওনেতোয়া।

দেশটির ৭০ শতাংশ মানুষের বসবাস রাজধানী নুকুয়ালোফা এবং এর আশপাশের দ্বীপগুলোতে। তাদের অধিকাংশের জীবিকা মূলত প্রশান্ত মহাসাগরে মাছ শিকার এবং পর্যটনের ওপর নির্ভরশীল।

টোঙ্গার গণমাধ্যম জানিয়েছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহর থেকে টোঙ্গায় আসা এক উড়োজাহাজযাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। যিনি মূলত টোঙ্গায় শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী।

ক্রাইস্টচার্চ থেকে ২১৫ জন টোঙ্গায় এসেছেন। তাদের মধ্যে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ

এই অবস্থায়  টোঙ্গাবাসীকে শারীরিক দূরত্ব বজায় রাখাসহ  করোনা সংক্রান্ত যাবতীয় নিয়ম মেনে চলতে বলেছেন প্রধানমন্ত্রী।

এরই মধ্যে টোঙ্গার ৩১ শতাংশ মানুষ করোনা ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ পেয়েছেন। আর ৪৮ শতাংশ জনগণ প্রথম ডোজের আওতায় এসেছেন। তবে যে ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে তিনি ভ্যাকসিনের দুই ডোজই পেয়েছেন।