চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টেস্টে ফিরতে ফিটনেস বাধা নয়: মাশরাফী

খুলনা থেকে: ফিটনেসের কারণেই টেস্ট ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। তাও দীর্ঘ ৯ বছর। ২০০৯ সালের পর আন্তর্জাতিক মঞ্চে নামেননি লাল বল আর সাদা পোশাকের খেলায়। লম্বা সময় পর এই পেসারের মনে হচ্ছে টেস্ট খেলতে এখন আর ফিটনেস বাধা নয়। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ফিরতে নতুন বলের পাশাপাশি পুরনো বলেও কীভাবে কার্যকরী হওয়া যায় সেটি নিয়ে ভাবছেন মাশরাফী। নিজেই নিজেকে দিয়েছেন কিছু শর্ত; আর তা পূরণ করতে পারলে আরও দুই বছর টেস্ট খেলা চালিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ঘরোয়া লংগার ভার্সন ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ড খেলছেন মাশরাফী। শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন নিজের সপ্তম বলেই পান উইকেটের দেখা। নতুন বলে দেখান নানা বৈচিত্র্যের সম্মিলন। ম্যাচের দ্বিতীয় দিন এই পেসারের কাছে জানতে চাওয়া হল টেস্ট খেলার ইচ্ছা আছে কিনা? নিরাশ করেননি মাশরাফী। জানান ফেরার ইচ্ছা ও চ্যালেঞ্জের কথা।

‘ইচ্ছা আছে। বয়স ৩৪/৩৫ এর কাছে গেলেও এখন যে ফিটনেস আছে আরও দুই বছর টেস্ট খেলার সক্ষমতা আছে আমার। এটা আমি বুঝতে পারি। বিশেষ করে ফিটনেসের যে কোয়ালিটি আছে, তাতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে যে ধরেন পারফর্ম করেই তো খেলতে হবে, তার জন্য তো নিজেকে একটা উপায় বের করতে হবে।’

‘শুধু তো নতুন বলে বোলিং করলে হবে না। ওয়ানডেতে তো ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। আপনি যে বলই হাতে নেন, আপনাকে ব্যাটসম্যান অ্যাটাক করবে। কখনও বল হাতে রক্ষণাত্মক থাকতে হবে আবার কখনও আক্রমণ চালাতে হবে। কখন কী করতে হবে এটি গুরুত্বপূর্ণ। টেস্টে একটা গড়পড়তা হিসাব আছে। উইকেট বের করার উপায় বের করতে হবে, সেটা নতুন বলের পরে পুরনো বলে আরও বেশি সময়ের খেলা। তার জন্য তো উপায় বের না করে বা আমি সেই লেভেলে না এসে মন্তব্য করা কঠিন,’বলেন মাশরাফী।

বেশ কয়েকদফায় হাঁটুর ইনজুরিতে পড়ায় গতি অনেকটাই কমে গেছে নড়াইল এক্সপ্রেসের। তবে বোলিংয়ের কার্যকারিতা কমেনি মোটেও। গতি কমায় নতুন করে বৈচিত্র্য এনে ঘাটতি পুষিয়ে নিয়েছেন। নতুন বলের কারিকুরিতে এখনও তার বিকল্প আসেনি বাংলাদেশের ক্রিকেটে। বল সিমে ফেলে বাড়তি বাউন্স আদায় করে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ঘায়েল করে চলেছেন ৩৪ বছর বয়সে এসেও। চলতি মাসেই শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ৩৯ উইকেট নিয়ে গড়েছেন নতুন রেকর্ড। কিন্তু টেস্টে ফেরার জন্য নিজেকে যে শর্ত বেধে দিয়েছেন তা মেটাতে হলে খেলতে হবে আরও বেশি প্রথম শ্রেণির ম্যাচ। এ ব্যাপারে ভাবনার কথাও জানান মাশরাফী।

‘আসলে লং প্রসেসের মধ্যে দিয়ে গেলে তখন আমি বুঝতে পারবো, বিভিন্ন উপায় বের হবে। কিন্তু তার আগ পর্যন্ত তো বলা কঠিন। যেহেতু নিজেই এখনও দ্বিধায়। আর এমন তো না যে ৬ মাস বা এক বছর খেলি না। প্রায় ৯ বছর লাল বলে খেলি না। এর মধ্যে যাও খেলেছি, বিচ্ছিন্নভাবে ম্যাচ খেলেছি। আমি একটা ফরম্যাট যেহেতু খেলছি তারপর আবার টি-টুয়েন্টি ছেড়ে দিয়েছি, নিজেকে ধরে রাখার জন্য তো ম্যাচ অনুশীলন খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ খেললে হয় কী ম্যাচ অনুশীলনের ত্রুটির ব্যাপারগুলো থাকে না। সেই জায়গা থেকে এইসব ম্যাচ খেলি।’

সাদা পোশাকে নেমে কেমন অনুভব করছেন? মাশরাফীর উত্তর, ‘ঢাকা লিগ যেখানে শেষ করেছি, সেইখানে থাকতে চেয়েছি। সবকিছু ঠিক আছে, আমার কোন সমস্যা নেই।’