চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টেসকোর মুনাফা কমলো ৭০ শতাংশ

বিশ্বের অন্যতম বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান টেসকো মুনাফা ধসের মুখে পড়েছে। ব্রিটেনে ক্রমহ্রাসমান বিক্রয়ের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী আলডি ও লিডল’র প্রতিযোগিতার চাপের মুখে ৭০ শতাংশ মুনাফা কমে গেছে এই সুপারমার্কেট জায়ান্টের।

গত ২৯ আগস্ট পর্যন্ত ৬ মাসে টেসকো’র বিক্রয় কমেছে ১.৩ শতাংশ। তবে গত বছরের পতন হার ছিলো ৪.৬ শতাংশ। সেখান থেকে তুলনামূলক ভালো অবস্থায় থাকাকে টেসকো স্বান্তনা হিসেবে দেখছে।

অবশ্য ব্রিটেনে টেসকোর গত বছরের আয়ের সঙ্গে চলতি বছরের আয়ের তুলনা করলে স্বান্তনার বদলে হতাশই হওয়ার কথা। গত বছর ব্রিটিশ শাখা থেকে প্রতিষ্ঠানটির আয় ছিলো ৫শ’ ৪৩ মিলিয়ন পাউন্ড। যা এ বছর নেমে দাঁড়িয়েছে ১শ’ ৬৬ মিলিয়ন পাউন্ডে।

নতুন মজুরি কাঠামো টেসকোর আয়ে আরো বড় ধাক্কা দেবে বলেও ভয় করছে কর্তৃপক্ষ। বর্তমানে প্রতিষ্ঠানটি কর্মচারীদের ঘণ্টায় ৭.২০ পাউন্ডের বেশি দেয়। নতুন কাঠামোর অধীনে আগামী ৫ বছরের মধ্যে তা ঘণ্টায় ৯ পাউন্ডে উন্নীত করতে হবে। যার ফলে ২০২০ সালের মধ্যে টেসকোকে গুনতে হবে অতিরিক্ত আরো ৫শ’ মিলিয়ন পাউন্ড।

বাংলাদেশে তৈরি পোশাকের অন্যতম বড় ক্রেতা প্রতিষ্ঠান টেসকো। ২০১৩ সালে এপ্রিলে রানা প্লাজা ধসে এক হাজার ১৩০ জন পোশাক শ্রমিকের মৃত্যুর পর এক জরিপের তথ্যানুযায়ী ঝুঁকিপূর্ণ ভবনের অজুহাত দেখিয়ে ১২ মাসে বিভিন্ন কারণে বাংলাদেশের ১৫ কারখানা থেকে পোশাক কেনা বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।