চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টেলিনরের ২০% শেয়ার বিক্রি নিয়ে নরওয়ে সরকারের নতুন অবস্থান

মোবাইল অপারেটর সংস্থা টেলিনরের ২০% শেয়ার বিক্রির অধিকার ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে সরকার।

শুক্রবার এই তথ্য জানায় টেলিনর কর্তৃপক্ষ।

দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নরওয়ে সরকার দেশটির তৃতীয় বৃহত্তম তালিকাভুক্ত টেলিকম অপারেটর টেলিনর এর ২০% পর্যন্ত বিক্রি করার অধিকার ছেড়ে দেবে।

২০১৫ সালে সরকার একটি পরিকল্পনা নিয়েছিলো যে, সরকার তার মালিকানা ৫৪ থেকে ৩৪ নামিয়ে আনতে পারে। কিন্তু সে সময় এই বিষযে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

বর্তমানে নরওয়েসহ বিশ্বের ৮টি দেশে টেলিনরের ব্যবসা আছে। দেশগুলো হলো বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন।