চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টেলিটকে পৌঁছাবে প্রাথমিক উপবৃত্তির টাকা

এখন থেকে প্রাথমিক উপবৃত্তির টাকা টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে সারাদেশে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে রূপালী ব্যাংকের সঙ্গে টেলিটকের সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তারানা হালিম বলেন, দেশের যে মানুষেরা এখনো মোবাইল সেবার বাইরে রয়েছে তাদের দোড়গোড়ায়ও সেবা পৌঁছে দিতে চায় সরকার।

আগে উপবৃত্তির টাকা পাঠানো নিয়ে যে অনিয়ম ছিলো তা আর থাকবে না বলে আশা করেন প্রতিমন্ত্রী। প্রত্যেক মা’কে মায়ের হাসি নামে একটি টেলিটক সিম বিনামূল্যে প্রদানের পাশাপাশি প্রতিমাসে ২০ টাকার ফ্রি টকটাইম দেয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, শুধু উপবৃত্তির টাকা পাঠানো নয়; ভবিষ্যতে কোন শিক্ষক নিয়মিত স্কুলে যাচ্ছেন কি-না তাও মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।