চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টি-টোয়েন্টির জন্য নতুন পোশাক দাবি নির্মলেন্দু গুণের

ক্রিকেটভক্ত কবি নির্মলেন্দু গুণ সম্প্রতি তাঁর ফেসবুক স্টাটাসে টি-টোয়েন্টি ক্রিকেটে ভিন্ন জার্সি পরে ম্যাচ খেলার আহ্বান জানিয়েছেন।

তিনি লিখেছেন, “টি২০ ক্রিকেটের জন্য পৃথক পোশাক চাই। টেস্ট ক্রিকেট থেকে ওডিআই বা ৫০ ওভারের একদিনের ক্রিকেট ম্যাচকে পৃথক করার জন্য ক্রিকেটার ও আম্পায়ারদের রঙচঙে জামা-প্যান্ট পরার ফলে আমরা সহজেই বুঝতে পারি কোনটা টেস্ট আর কোনটা তা নয়। কিন্তু ওডিআই এবং টি২০ ক্রিকেটের মধ্যে পার্থক্য নির্ণয়ের কোনো উপায় নেই । ঝপথে খেলা দেখে বোঝার উপায় নেই যে চলমান খেলাটি ৫০ ওভারের না ২০ ওভারের। ওডিআই না টি২০ ক্রিকেট ”

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আইসিসি বিষয়টি নিয়ে ভাবছেন কি না জানেন না মন্তব্য করে নির্মলেন্দু গুণ বলেছেন, বিষয়টি ভাবা দরকার।

টি২০ ক্রিকেটের জন্য ক্রিকেটার ও আম্পায়ারদের জন্য নতুন ধরনের পোশাকের ব্যবস্থা করলে বিশ্বের ক্রিকেট-দর্শকরা উপকৃত হবেন বলে মনে করেন তিনি। নির্মলেন্দু গুণ সুপারিশ করেছেন, জার্সি বা প্যান্টের মধ্যে বড় বড় হরফে ২০ সংখ্যাটি উৎকীর্ণ থাকলে – এই সমস্যার সমাধান সহজ হয়।

ফেসবুক বন্ধুদের প্রতি নির্মলেন্দু গুণের প্রশ্ন, আপনারা কী বলেন?