চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা শুরু রাত ৮টায়। ম্যাচটি সম্প্রচার করবে না আইসিসি।

সম্প্রচার না হওয়ার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস কর্তৃপক্ষ, ‘ইচ্ছে থাকা সত্ত্বেও ম্যাচটি টি-স্পোর্টসে সম্প্রচার করা যাচ্ছে না। ওয়ার্মআপ ম্যাচ প্রোডাকশনের দায়িত্ব মূলত আইসিসি নিযুক্ত প্রতিষ্ঠানের। তাই বাইরের কোম্পানি চাইলেও সেটি প্রোডাকশনের উদ্যোগ নিতে পারে না। অন্যান্য আইসিসি ইভেন্টে প্রায় সব ওয়ার্মআপ ম্যাচ টিভি প্রোডাকশন হলেও, এবার সংখ্যাটা একেবারেই কম।’

‘টিভি প্রোডাকশন হলেই, কেবল অন্য টিভি চ্যানেল সম্প্রচার সত্ত্ব কিনে তা সংশ্লিষ্ট দেশের দর্শকদের জন্য দেখানোর ব্যবস্থা করে। ওমানে সেটি হয়েছিল। যেহেতু সেটি অফিসিয়াল কোনো ওয়ার্মআপ ম্যাচ ছিল না, তাই থার্ডপার্টি একটা কোম্পানি সেটি প্রোডাকশন করেছিল। টি-স্পোর্টস সে কোম্পানির কাছে থেকে সম্প্রচার সত্ত্ব কিনেছিল।’

ওমানে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে টাইগারদের অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ সরাসরি সম্প্রচার করেছিল টি-স্পোর্টস। তবে আইসিসি তাদের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ দেখানোর সংখ্যা সীমিত করায় হতাশ হতে হচ্ছে বাংলাদেশ সমর্থকদের।

বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ম্যাচ প্রস্তুতি শেষে টাইগাররা ফিরে যাবে বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজক দেশ ওমানে। আবার সংযুক্ত আরব আমিরাত গিয়ে মূল আসর অর্থাৎ সুপার টুয়েলভে বাংলাদেশকে খেলতে হলে বাছাই পেরোতে হবে।