চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টিকা দেয়ার পর ভারতে ৪৪৭ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া

করোনাভাইরাসের টিকা দেওয়ার পর ভারতে ৪৪৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে এই তথ্য।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রোববার এক সংবাদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোহর আগনানি জানান, টিকা দেওয়ার পর  ৪৪৭ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়ার দেখা দিয়েছে। যার মধ্যে মাত্র তিন জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

পার্শ্বপ্রতিক্রিয়ায় যেসব চিহ্ন দেখা গিয়েছে সেগুলোর অধিকাংশই জ্বর, মাথাব্যথা, বমি বমি ভাবের মতো মৃদু সমস্যা বলে জানান তিনি।

মনোহর আগনানি বলেন, আজ ছয়টি রাজ্যে টিকাদান কর্মসূচি পরিচালিত হয়েছে। রাজ্যগুলো হলো অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ, কর্নাটক, কেরালা, মনিপুর ও তামিলনাড়ু প্রদেশ। এসব প্রদেশে মোট ১৭ হাজার ৭২ জনকে টিকা প্রদান করা হয়েছে।

টিকাদান কর্মসূচি শুরুর প্রথম দিন টিকা দেওয়া হয় প্রথমদিন দুই লাখ সাত হাজার ২২৯ জনকে। এখন পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে ২ লাখ ২৪ হাজার ৩০১ জনকে।

ভারতে দুটি টিকা অনুমোদিত হয়েছে। একটি অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার তৈরি ও ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ড। অপরটি ভারতের বায়োটেকের ‘কোভ্যাক্সিন’।