চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টিএসসিতে আমার ভাষার চলচ্চিত্র উৎসব

প্রচলিত প্রেক্ষাগৃহ থেকে বিচ্ছিন্ন থাকা দর্শক বিশেষ করে তরুণদেরকে বাংলা চলচ্চিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩’।

১৬ তম বারের মত ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ফেব্রুয়ারির ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই উৎসবের আয়োজন করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি এস এম আরিফ রায়হানের বলেন,’এই চলচ্চিত্র উৎসবকে বাংলা চলচ্চিত্রের সুদীর্ঘ যাত্রাকে তুলে ধরার প্রয়াস বলা যেতে পারে।’  বাংলা চলচ্চিত্রের প্রচার, প্রসার ও মানোন্নয়নে এই চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

এবারের চলচ্চিত্র উৎসবে দুই বাংলার ধ্রুপদী ও সমসাময়িক মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রথম দিন, ১০ ফেব্রুয়ারি শুক্রবারে প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত ‘জনঅরণ্য’ (সকাল ১০.০০টা), মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’ (দুপুর ১.৩০টা), আজিজুর রহমান পরিচালিত ‘ছুটিরঘণ্টা’ (বিকাল ৪.০০টা) এবং কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘সিনেমাওয়ালা’ (সন্ধ্যা ৬.৩০টা)।

১৪ ফেব্রুয়ারি, সমাপনী অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতির জন্য আজীবন সম্মাননা প্রদান করা হবে লেখক ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুহম্মদ খসরুকে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর পক্ষ থেকে ২০১৬ সালে নির্মিত শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন জাতীয় সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঞ্চালক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, চলচ্চিত্র সংসদ কর্মী ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত পরিচালক মসিউদ্দীন শাকের এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।

‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ছয় দশক ধরে বিশ্বের নানান ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ চলচ্চিত্র শিল্পের প্রসারে অবদান রাখছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’শীর্ষক চলচ্চিত্র উৎসব।