চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টাঙ্গাইলে সাত দিনের কঠোর বিধিনিষেধ চলছে

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে দেশজুড়ে  আরোপিত সাতদিনের কঠোর বিধিনিষেধ টাঙ্গাইল জেলায় কঠোরভাবে পালিত হচ্ছে।
 
আজ ভোর ৬টা থেকে শুরু হওয়া সারাদেশের সাথে টাঙ্গাইল জেলায় এই বিধিনিষেধ  চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
এবারের বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ সেনাবাহিনী মাঠে থাকবে। এই সময়ে জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে বুধবার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।তারই প্রেক্ষিতে সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে বঙ্গবন্ধু সেনানিবাসের ক্যাপ্টেন ইসতিয়াকের নেতৃত্বে ১ প্লাটুন সেনাবাহিনী শহরে টহল শুরু করে।

এসময় ক্যাপ্টেন ইসতিয়াক বলেন, মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, জরুরি কাজ ছাড়া বের হওয়া যাবে না।  বিধিনিষেধ  সফল করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে সেনাবাহিনী।