চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টপাটপ উইকেট ঝরার পর খানিকটা প্রতিরোধ

আট বলের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর মুমিনুল-শান্তর ব্যাটে প্রতিরোধ গড়ে রাওয়ালপিন্ডিতে টেস্ট মেজাজ ফিরিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে যদিও উইকেট উপহার দিয়ে সম্ভাবনার ইনিংসটা লম্বা করতে পারেননি টাইগার অধিনায়ক। লড়াইটা টেনে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তিন ব্যাটসম্যানকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে সফরকারীরা।

পাকিস্তানে দ্বিতীয়দফার সফরে শুক্রবার সিরিজের প্রথম টেস্টে টস হেরে আগে ব্যাটিংয়ে এসে দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। অভিষিক্ত ব্যাটসম্যান সাইফ হাসান রানের খাতাই খুলতে পারেননি। ওপেনিংয়ে তার সঙ্গী তামিম ইকবাল ফিরেছেন ৩ রানে।

বাংলাদেশ- ৯৫/৩ (৩৩)

সাইফ দুই বলের ইনিংসে শাহিন আফ্রিদির অফস্টাম্পের বাইরের বলে পা না নড়িয়ে খেলতে যেয়ে দ্বিতীয় স্লিপে শফিকের ক্যাচে ফিরেছেন। পরের ওভারে তামিম পড়েন স্বাগতিক ফিল্ডারদের কড়া এলবিডব্লিউ আবেদনের মধ্যে। আব্বাসের বল তার প্যাডে আঘাত হানলে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিয়ে উইকেট তুলেছে পাকিস্তান। থামে বাঁহাতি ওপেনারের ৫ বলের যাত্রা।

সেখান থেকে শান্ত ও মুমিনুলের প্রতিরোধে অনেকটা পথ আগায় বাংলাদেশ। জুটিতে পঞ্চাশ পেরিয়ে ৫৯ পর্যন্ত যুক্ত ছিলেন দুজনে। স্বস্তির সেই সময়েই শাহিন আফ্রিদির অফস্টাম্পের অনেকটা বাইরের বল তাড়া করতে যেয়ে উইকেটরক্ষক রিজওয়ানের গ্লাভসে জমেন টাইগার দলপতি। মুমিনুলের নামের পাশে তখন ৫ চারে ৫৯ বলে ৩০ রান। নিরেট সম্ভাবনার ইনিংসের অকাল যবনিকা!

মুমিনুল নিজের ইনিংসটি ফেলে এলেও নাজমুল হোসেন শান্ত পথ হারাননি। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে এগোচ্ছেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় তার নামের পাশে ৪৪, মাহমুদউল্লাহ আছেন ১৭ রানে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।