চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন

শেখ সেলিম: দীর্ঘ ১২ বছর পর ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজের প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ আদেশ দেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামীরা হলেন, আমিনুল ইসলাম ওরফে ফটক, লিয়াকত আলী, আলতাব মেম্বার, ফারুক অরফে বাদল।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারী রাতে জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানে শরীফুল ইসলাম ও মাসুদকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি  শৈলকুপা থানায় বাদী হয়ে মামলা দায়ের করে শরীফুলের স্ত্রী আফরোজা বেগম ।

দীর্ঘ ১২ বছর মামলা চলার পর আদালত ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর ৫ জন আসামিকে বেকসুর খালাস করেছেন আদালত।