চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জয়ে শুরু মারের উইম্বলডন

নিতম্বের ইনজুরি নিয়ে খেলতে নেমেও প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছেন উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে।

প্রথম রাউন্ডে অবাছাই আলেকসান্ডার বাবলিককে ৬-১ ৬-৪ ৬-২ সেটে হারিয়েছেন মারে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

নাম্বার ওয়ান মারেকে জয় পেতে ১ ঘণ্টা ৪৪ মিনিট অপেক্ষা করতে হয়। তৃতীয় সেটের সময় বৃষ্টি নামলে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।

দ্বিতীয় রাউন্ডে ৩০ বছর বয়সী এই টেনিস তারকা জার্মানির ডুসটিন ব্রাউনের বিপক্ষে লড়বেন। এই ব্রাউন ২০১৫ সালে নাদালকে হারিয়ে চমক উপহার দিয়েছিলেন।

ইনজুরি আক্রান্ত মারেকে এদিন বেশ স্বাচ্ছন্দ্যই মনে হয়েছে। লম্বা লম্বা প্লেসমেন্টে প্রতিপক্ষকে ভড়কে দিয়েছেন।

গত দুই বছরের তুলনায় এবারের উইম্বলডনকে ধরা হচ্ছে সবচেয়ে জমজমাট আসর। মারে, নোভাক জোকোভিচদের আড়ালে ঢাকা পড়ে যাওয়া সাবেক বিশ্বসেরা তারকা রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল আবারও দাপটের সঙ্গে ফিরেছেন টেনিস কোর্টে। ফেদেরার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন এবং দশমবারের মতো নাদালের ঘরে গেছে রোলাঁ গারোঁ শিরোপা।