চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জয়ের প্রত্যাশা জ্যাসিন্ডা আরডার্নের

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন

নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  সেপ্টেম্বরে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা এক মাস পিছিয়ে দেয়া হয়।

যদিও এরই মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। দেশটির নির্বাচন কমিশনের ধারণা নির্বাচনে প্রায় ৬০ শতাংশ মানুষ আগাম ভোট দিয়েছেন।

সাধারণ নির্বাচনের ভোট দেওয়ার পাশাপাশি দুটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট দিচ্ছেন নিউজিল্যান্ডবাসী। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বর্তমান প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্নের লেবার পার্টি। ইতিমধ্যে জ্যাসিন্ডা ঘোষণা দিয়েছেন তিনি এই নির্বাচনে জিততে না পারলে দলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়াবেন।

তবে নির্বাচনের আগে জরিপে দেখা গেছে সাফল্যের সঙ্গে করোনা মহামারি মোকাবেলা করায় আগের চেয়ে তার জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। জরিপে ৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লেবার পার্টি। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রক্ষণশীল ন্যাশনাল পার্টি।