চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এশিয়ান মঞ্চে জোড়া সোনার সামনে রোমান সানার বাংলাদেশ

ফিলিপিন্সে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-৩) পুরুষদের রিকার্ভ ইভেন্টের ফাইনালে উঠে আবারও খুশির খবর দিলেন বাংলাদেশি আর্চার রোমান সানা। এই ইভেন্টে ব্যক্তিগত ও দলীয় দুই খেলাতেই অন্তত একটি করে মেডেল নিশ্চিত হয়েছে লাল-সবুজ আর্চারদের। পরের লড়াই সোনার জন্য।

বৃহস্পতিবার রিকার্ভ ইভেন্টে ব্যক্তিগত খেলায় দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠেন সানা। সোনার লড়াইয়ে সেখানে তার প্রতিপক্ষ চীনের শি ঝেনকি।

একইদিনে দলীয় ইভেন্টেও ফাইনালে উঠেছে বাংলাদেশ। রোমান সানা, তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলরা মিলে নিশ্চিত করেন দেশের জন্য আরেকটি পদক। সঙ্গে সোনার হাতছানি তো থাকছেই।

মিশ্র ইভেন্টে অবশ্য ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। চায়নার কাছে হেরে যান রোমান সানা ও বিউটি রায়। এই ইভেন্টে ব্রোঞ্জের জন্য লড়বেন লাল-সবুজ আর্চাররা।

গত জুনে বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রথম পদক এনে দিয়েছিলেন রোমান সানা। দেশের প্রথম আর্চার হিসেবে সরাসরি অলিম্পিকে জায়গা করে নিয়ে নাম লিখিয়েছেন ইতিহাসে। এবার তার হাত ধরেই দুটি সোনার সামনে দাঁড়িয়ে লাল-সবুজের তীরন্দাজরা।