চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জোড়া গোল এমবাপের, সুযোগ করে দিলেন মেসি-নেইমারকেও

পুরো ম্যাচ জুড়েই ছিলেন কাইলিয়ান এমবাপে। নিজে জোড়া গোল করেছেন। মেসি-নেইমারকে দিয়ে করিয়েছেন আরও ৩ গোল। এই তিন তারকার ত্রিমুখী আক্রমণে ঘরের মাঠে লরিয়েন্টকে বিধ্বস্ত করেছে পিএসজি। ৫-১ গোলের বিরাট জয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত প্যারিসের ক্লাবটি।

সোমবার প্যারিসের পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে এমবাপের অ্যাসিস্টে গোলখরা কাটিয়ে এ ম্যাচে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দীর্ঘদিন ছন্দে না থাকা নেইমার এমবাপের সহায়তায় করেছেন জোড়া গোল। জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি নিজেও।

ঘরের মাঠে শুরু থেকেই লরিয়েন্টকে চাপে রেখেছে পিএসজি। প্রথমার্ধে ২ গোল করে অতিথিদের প্রতিরোধ গড়ার সুযোগই দেয়নি প্যারিসের ক্লাবটি। ১২তম মিনিটে প্রথম গোলটি আসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের পা থেকে।

২৮তম মিনিটে লিড দ্বিগুণ করেন এমবাপে। ইদ্রিসা গেয়ির বাড়ানো বলে কোনাকুনি শটে গোল করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। ৫৬ তম মিনিটে তেরেম মফিলের গোলে ব্যবধান কমায় লরিয়েন্ট।

৬৭তম মিনিটে আবারও জালের দেখা পান এমবাপে। ছয় মিনিট পর পিএসজির জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মেসি। এবারের আক্রমণের মূল কারিগর এমবাপে। তার বাড়ানো বলে পেনাল্টি স্পটের কাছ থেকে জোরাল শটে গোলটি করেন মেসি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে পঞ্চম গোলটি করেন নেইমার। এবার এমবাপের বাড়ানো বল নিচু শটে জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা। ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।