চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জুলাইয়ের শেষে আসছে ‘উইন্ডোজ-টেন’

জুলাইয়ের শেষনাগাদ মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ‘উইন্ডোজ-টেন’ বাজারে আসছে। সোমবার এক ঘোষণায় মাইক্রোসফট জানিয়েছে, জুলাইয়ের ২৯ তারিখে বিশ্বের কম্পিউটার বাজারে উইন্ডোজ-টেন পাওয়া যাবে। একই দিন উইন্ডোজ-টেন পরিচালিত ডেস্কটপ,ল্যাপটপ,ট্যাব ও মোবাইল বাজারে ছাড়া হবে বলেও জানিয়ে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

উইন্ডোজের পুরনো ভার্সনগুলোর ব্যবহারকারীরাও তাদের ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোনে বিনামূল্যে উইন্ডোজ টেন আপগ্রেড করার সুযোগ পাবেন।

উইন্ডোজ-টেন হবে টাচ ফ্রেন্ডলি। অর্থাৎ স্পর্শেই সাড়া দেবে এই অপারেটিং সিস্টেম। মোবাইল ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এবার এতে যুক্ত হচ্ছে ‘এজ’ নামের একটি ব্রাউজার। নতুন সংস্করণটিতে ফিরছে ‘স্টার্ট মেন্যু’। তাই এবার আর উইন্ডোজ-এইটের মতো বাড়তি ঝামেলায় পড়তে হবে না ব্যবহারকারীকে।

বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কর্পোরেশনটি জানিয়েছে, যারা বর্তমানে উইন্ডোজ-সেভেন অথবা উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান ভার্সন ব্যবহার করছেন তারা চাইলে উইন্ডোজ-টেন ভার্সনটি ফ্রি আপগ্রেড করতে পারবেন।