চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খালেদা জিয়ার দুর্নীতি মামলার আপিল আজ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আইনজীবীরা আজই আপিল করবেন। সোমবার তারা সার্টিফায়েড কপি পেয়েছেন।

রাষ্ট্রপক্ষ বলছে, দুদক কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনার পর আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডাদেশ পাওয়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা সোমবার রায়ের সার্টিফায়েড কপি পেয়েছেন। খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া ১১০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি সংগ্রহ করেন। রায়ের বিরুদ্ধে আজই আপিল ও জামিন আবেদন করার কথা জানিয়েছেন তারা।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আপিল করার বিষয়ে দুদকের সাথে আলোচনার কথা জানিয়েছেন।

রায়ের সার্টিফায়েড কপি নিয়ে বিতর্ক শেষে এখন জনতার দৃষ্টি আপিল বিভাগের পরবর্তী পদক্ষেপের দিকে। আজকের আপিলের পরই এই মামলার গন্তব্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন তারা।