চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জিম্বাবুয়েকে হারিয়েই বছর শুরুর প্রত্যাশা টাইগারদের

আগামী ১৫ জানুয়ারি খুলনা শেখ আবু নাসের ষ্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে  চারটি টি টুয়েন্টি ম্যাচ। বছরের প্রথম ওই ম্যাচ জয় দিয়েই শুরু করতে চায় বাংলাদেশ দল। আজ নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে খেলোয়াড়, ম্যানেজার এবং নির্বাচকরা এই প্রত্যাশার কথা বললেন।  

লাকি ভেন্যু খুলনা শেখ আবু নাসের ষ্টেডিয়াম। এই ভেন্যু কখনও বিমুখ করেনি। জয়ের বরমাল্য নিয়েই বাংলাদেশের ক্রিকেটরা মাঠ ছেড়েছেন। আগামী ১৫ জানুয়ারি এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যে ৪টি টি টোয়েন্টি ম্যাচ। বছরের শুরুতেই ম্যাচ জয়ের সাথে নিজেদেরও আগামী দিনের জন্য প্রস্তুত করতে চায় টাইগাররা। এমন প্রত্যাশার কথা জানালেন সংশ্লিষ্টরা।

ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, আমাদের বিপিএল মাত্র শেষ হলো। এখানেও আমরা বেশ কিছুদিন প্র্যাকটিস করবো। সিরিজ শেষের পরেও ট্রেনিংয়ের জন্য আমরা এখানে কিছুদিন থাকবো। তারপর ছোট্ট একটা ব্র্যাকের পরে আমরা চিটাগং যাবো ট্রেনিং করতে। তারপরতো এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে। আমার মনে হয় প্রিপারেশন ভালো হবে। কোচরা সেই অনুযায়ী কাজ করছেন। টার্গেটতো অবশ্যই টি-টোয়েন্টিতে ভালো ক্রিকেট খেলা ।

নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, আমাদের টিমে নতুন এবং পুরানো প্লেয়ারদের ভালো সমন্বয় হয়েছে। দুয়েকজন পুরোনো প্লেয়ার এই সিরিজে খেলছেন না। আমরা দেখতে চাচ্ছি নতুনরা কেমন করেন। এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের আগে নতুনদের দেখে নেয়ার এটা একটা সুযোগ। কিন্তু নতুন যারা এসেছেন তারা পারফর্ম করেই এসেছেন। তারা যদি ভালো করেন ভবিষ্যতে আরও সুযোগ পাবেন।

অপরদিকে সাতক্ষীরার ছেলে সৌম্য সরকার। খুলনায় নিজের ভেন্যুতে পাচ্ছেন বাড়তি অনুপ্রেরণা। তিনিও চাইছেন অতীতের ভুলগুলো শুধরে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে। সৌম্য সরকার বলেন, চেষ্টা করবো সবসময় জেতার জন্য। আশা করি জয়টাই অব্যাহত থাকবে।

প্রস্তুতি ম্যাচে ব্যাটিং আনুশীলন খুব একটা ভালো হয়নি ক্রিকেটারদের। একমাত্র মুশফিক বাদে ব্যাট হাতে বড় স্কোর করতে পারেননি কেউ। তিনি করেছেন ৩৬ বলে ৫৭ রান।

খুলনা শেখ আবু নাসের ষ্টেডিয়ামে বাংলাদেশের খেলোয়াড়রা লাল ও সবুজ দল নামে প্রস্তুতি ম্যাচ খেলে। সাকিবের নেতৃত্বে সবুজ দল জয় পেয়েছে ১৯ রানে। সাকিবের দল ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে মাশরাফির লাল দল ১৩২ রান করে।