চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাহিদ আকবরের কথায় আসিফের ‘আনাচে কানাচে’

”আসিফ ভাইকে নিয়ে যখন কিছু লিখতাম, তখন অনেকেই বলতেন তার সঙ্গে কেন আমার কাজ হয় না! সামনাসামনি দেখা হলেও অনেকেই বলতেন, আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করা জন্য। মানুষ চেয়েছে বলেই সুযোগ পেয়ে আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করলাম।”  

কথাগুলো বলছিলেন জাহিদ আকবর। যার লেখা গানগুলোর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে হাবিবের ডুব, ন্যানসির দুদিকেই বসবাস, ইমরানের আরাধনা, আরফিন রুমির প্রিয়তমা, মন রাখো পাঁজরে, কিছু কথা আকাশে পাঠাও, তুমিহীনা, কাজী শুভর মন পাঁজরে। তার লেখা গান দ্বিতীয়বারের মতো গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

ঈদ উপলক্ষে গানটি প্রকাশ পেয়েছে এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে। এ গানটির শিরোনাম ‘আনাচে কানাচে’। সুর ও সংগীত করেছেন শাইখ সৈকত। গানটি দৃষ্টি নন্দন মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। আসিফের সঙ্গে সেখানে মডেল হয়েছেন ফারহানা অনি।

‘আনাচে কানাচে’ গানটি প্রসঙ্গে গীতিকার জাহিদ আকবর বলেন, ২০১২ সালে প্রথমবার আসিফ আকবর আমার লেখা গান করেছিলেন। তিনি বলেন, এ গানের বিশেষত্ব হচ্ছে, আসিফ আকবরের কাছ থেকে যে ধাঁচের গান সবসময় দর্শক-শ্রোতারা পেয়ে থাকেন ‘আনাচে কানাচে’ তেমনটি নয়, কিছুটা অন্যরকম।